ইউক্রেনে হামলার মধ্যে মস্কোতে কনসার্ট করছেন পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ০৮:১২ পিএম

ইউক্রেনে হামলার মধ্যে মস্কোতে কনসার্ট  করছেন পুতিন

ক্রিমিয়া দখলের ৮ বছর পূর্তিতে জমকালো আয়োজন হয়েছে রাশিয়ায়। মস্কোর লুজিনিকি স্টেডিয়ামের ওই আয়োজনে প্রেসিডেন্ট পুতিন যোগ দেন। এদিন স্কুল গুলোতে বিশেষ ক্লাসও নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শিক্ষকদের অনেকটা বাধ্য করে ওই অনুষ্ঠানগুলোতে যোগ দিতে হয়েছে। ইউক্রেনের দক্ষিণ উপকূলের শহরগুলো নিজেদের দখলে নিতে ক্রিমিয়াকে ব্যবহার করছে রুশ সৈন্যরা। ২০১৪ সালে ক্রিমিয়াকে ইউক্রেনের কাছ থেকে আলাদা করে রাশিয়া। প্রতিবছর এই বিশেষ দিনটিতে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে মাতৃভূমির প্রতি ভালোবাসার নির্দশন হিসেবে উদযাপন করে থাকেন পুতিন। এ উপলক্ষে রাশিয়ার জাতীয় স্টেডিয়ামে ২ লাখ লোকের উপস্থিতিতে কনসার্ট আয়োজিত হয়েছে এবার। কনসার্টে গ্রিগোরি লিপস, পোলিনা গ্রাগারিনাসহ নামকরা তারকারা অংশ নেন।

Link copied!