ইউক্রেনের রাজধানী কিয়েভমুখী রাশিয়ার সেই আলোচিত ৪০ মাইল দীর্ঘ সামরিক কনভয়টি 'থেমে আছে' বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি।
আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন মতে, গতকাল পেন্টাগনে ব্রিফিংয়ে কারবি বলেন, 'আমাদের হিসাবে গত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক কনভয়টি বেশি দূর এগোয়নি।'
এর কারণ হিসেবে তিনি মনে করেন, 'রুশ সেনারা নিজেদের গুছিয়ে নিচ্ছে। পাশাপাশি তারা তাদের অগ্রগতি পর্যালোচনা করছে।'
'প্রয়োজনীয় রসদ সংকট ও ইউক্রেনীয়দের প্রতিরোধ'কে অন্যান্য কারণ হিসেবে উল্লেখ করেন মার্কিন কর্মকর্তা।