কিয়েভের কাছে পৌঁছে গেল দীর্ঘতম রুশ বহর

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২২, ০৪:২৮ পিএম

কিয়েভের কাছে পৌঁছে গেল দীর্ঘতম রুশ বহর

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বিশাল রুশ সামরিক বহর পৌঁছে গেছে। মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যম ফ্রান্স২৪ ও সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্স২৪ এর সংবাদে বলা হয়, প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ রুশ সেনা বহর কিয়েভের কাছে এসে পৌঁছেছে।

প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। সাউথ চায়না মর্নিং পোস্টও এতটুকু তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সিএনএনের খবরে বলা হয়েছে, ৪০ মাইল দীর্ঘ সেনাবহরটি কিয়েভ অভিমুখে যাচ্ছে।

ম্যাক্সার টেকনোলজির দেওয়া স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, বিশাল ওই বহর কিয়েভের দিকে যাচ্ছে।

এর আগের খবরে বলা হয়েছিল, ১৭ মাইল লম্বা ওই সেনাবহর কিয়েভ অভিমুখে অগ্রসর হচ্ছে। কিন্তু এখন বলা হচ্ছে ওই বহর ৪০ মাইল দীর্ঘ হবে।

এর আগে রবিবার আরেকটি স্যাটেলাইট চিত্রে দেখা যায়, রুশ সেনাবহরটি রাজধানী কিয়েভ থেকে ৪০ মাইল উত্তর পশ্চিমে অবস্থান করছিল। সে সময় ম্যাক্সার জানায়, সেনাবহরে অস্ত্রসজ্জিত যান, ট্যাংক, গোলাবারুদ ও লজিস্টিক্যাল যান রয়েছে।

Link copied!