কিয়েভে তুমুল লড়াই, গ্যাসের পাইপলাইন উড়িয়ে দিল রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১২:৫৯ পিএম

কিয়েভে তুমুল লড়াই, গ্যাসের পাইপলাইন উড়িয়ে দিল রাশিয়া

ইউক্রেনে চলমান বিশেষ সামরিক হামলার চতুর্থ দিন রবিবার গুরুত্বপূর্ণ শহর  খারকিভ এবং রাজধানী কিয়েভে  তুমুল লড়াই চলছে। রাজধানী কিয়েভে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে পুতিন বাহিনীর। এর মধ্যেই রকেট হামলা চালিয়ে খারকিভে গ্যাসের পাইপলাইন উড়িয়ে দিয়েছে তারা। এছাড়া, রাজধানী কিয়েভের তেলের ডিপোতেও বিস্ফোরণ ঘটিয়েছে রুশ সেনারা।  

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিয়েভ থেকে অন্তত ৪০ কিলোমিটার দক্ষিণে ভাসিলকিভে একটি তেলের ডিপোতে আগুন দেখা যাওয়ার পর কর্তৃপক্ষ রাজধানীবাসীকে বিষাক্ত ধোঁয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলেছে।

বাতাসে ক্ষতিকর উপাদান ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজধানীবাসীকে ঘরের জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ডিপোটিতে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, উত্তর আটলান্টিক সামরিক নিরাপত্তা জোট-ন্যাটোর সদস্য না হওয়ার কারণে ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করতে না পারলেও অর্থনৈতিকভাবে রাশিয়াকে পঙ্গু করতে উঠে পড়ে লেগেছে পশ্চিমা দেশগুলো। এরই অংশ হিসেবে বিশ্বের প্রধান আর্থিক লেনদেনকারী পরিষেবা সুইফট থেকে মস্কোকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ওইসব দেশ।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো নিষিদ্ধের বিষয়ে একমত হয়েছে। তবে এখনই রাশিয়ার পুরো ব্যাংকিং সেক্টরকে সুইফট থেকে বের করে দেওয়া হচ্ছে না। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, পশ্চিমা দেশগুলোর নেয়া এই সিদ্ধান্তের ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে।

 

বেলজিয়ামভিত্তিক প্রতিষ্ঠান সুইফট বা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বিশ্বের ২০০টির বেশি দেশে ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

Link copied!