জাতীয় পতাকা ও সঙ্গীত বাজাতে পারবে না রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৮:০৩ পিএম

জাতীয় পতাকা ও সঙ্গীত বাজাতে পারবে না রাশিয়া

ইউক্রেনে সামরিক হামলার পর থেকে বর্হিবিশ্বের চাপের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তোপের মুখে পড়েছে রাশিয়া। ইতোমধ্যেই বিশ্বকাপ বাছাইপর্বে প্লে-অফে তাদের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত জানিয়েছে পোল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র।

এবার ফিফা জানিয়েছে,  ইউরোপীয়ান দেশগুলোর চাপের মুখে আপাতত তারা রাশিয়াকে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বহিষ্কার করছে না। তবে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে গেলে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত বাজাতে পারবে না রাশিয়া, এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা। তাদেরকে খেলতে হবে ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে। ইউক্রেনে অভিযান শুরুর পর ফিফা এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ ঘোষণা করল।

বিশ্ব ফুটবল সংস্থা এটিকে বলছে ‘তাৎক্ষণিক ব্যবস্থা’। রোববার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, সহিংসতা কখনোই একটা সমাধান নয়, আর ইউক্রেনে বর্তমানে যা ঘটছে তাতে ক্ষতিগ্রস্থ মানুষদের সহমর্মিতা জানাচ্ছে ফিফা।’

Link copied!