তুরস্কে বৈঠকে বসছেন রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২২, ০৫:৪৭ পিএম

তুরস্কে বৈঠকে বসছেন রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘর্ষের মধ্যেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুরষ্কের রাজধানী আন্টালিয়ায় আগামীকাল বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বৈঠক করবেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রলণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আরও পড়তে পারেন: পোল্যান্ডের মিগ-২৯ দেওয়ার প্রস্তাবে বিস্ময় যুক্তরাষ্ট্রের

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসতে যাচ্ছেন। তাদের এই বৈঠকে বসার ক্ষেত্রে দূতিয়ালি ভূমিকা পালন করেন তুরষ্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার সকালে বলেছেন,  রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগেই ল্যাভরভ একটি আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামের আয়োজনে যোগ দিতে তুরস্কের আন্টালিয়ায় যাবেন। সেখানেই তার সঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়তে পারেন: নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন

 

এর আগে, প্রতিবেশি রাষ্ট্র বেলারুশের গোমেল শহরে  ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের তিন দফায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও শুধুমাত্র বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যেতে যুদ্ধবিরতি ছাড়া উল্লেখযোগ্য কোনো সাফল্য আসেনি।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ১৪তম দিন মঙ্গলবারও রাজধানী কিয়েভের আশপাশের শহরে ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

আরও পড়তে পারেন-ইউক্রেনে পুতিনের জয় কোনোদিনই হবে না: বাইডেন

ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এই সংখ্যার চেয়ে অনেকে বেশি বলে মনে করছে সংস্থাটি।

Link copied!