দুই দিনের মধ্যে কিয়েভ দখল করতে চেয়েছিলেন পুতিন: সিআইএ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২২, ০২:৩৬ পিএম

দুই দিনের মধ্যে কিয়েভ দখল করতে চেয়েছিলেন পুতিন: সিআইএ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস।

বিবিসি জানায়, আজ মঙ্গলবার কংগ্রেসের একটি শুনানিতে বক্তৃতায় বার্নস মার্কিন আইন প্রণেতাদের সতর্ক করে বলেন, আমি মনে করি পুতিন এই মুহূর্তে ভীষণ রাগান্বিত এবং হতাশ হয়ে আছেন। তিনি সম্ভবত শক্তি দ্বিগুণ বাড়িয়ে ইউক্রেনের সামরিক বাহিনীকে হারাতে বেসামরিক নাগরিকদের উপরেও হামলা চালাতে পারেন।

বার্নস আরও বলেন, পুতিন অনেক বছর ধরে ইউক্রেন নিয়ে অভিযোগ এবং উচ্চাকাঙ্ক্ষা পুষে রেখেছিলেন।

তিনি ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণকে ক্রেমলিন নেতার জন্য ‘গভীর ব্যক্তিগত বিষয়’ বলে উল্লেখ করেন।

অন্যদিকে গতকাল মঙ্গলবার থেকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে খুলে দেয়া একটি মানবিক করিডোর বুধবারও চালু থাকবে বলে জানিয়েছেন সুমি’র গভর্নর।

এরইমধ্যে কয়েকদিন ধরে রাশিয়ার প্রচণ্ড বোমাবর্ষণের অধীনে থাকা উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমি থেকে প্রায় পাঁচ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করে ইউক্রেন।

Link copied!