ঢাল বানাতে বিদেশী নাগরিকদের জিম্মি করেছে ইউক্রেন : পুতিনের অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২২, ১১:৩৮ পিএম

ঢাল বানাতে বিদেশী নাগরিকদের জিম্মি করেছে ইউক্রেন : পুতিনের অভিযোগ

পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনে রুশ সৈন্যরা আগাচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এটাকে বিশেষ সামরিক অভিযান বা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন যাই বলা হোক পরিকল্পনা মতই কাজ চলছে। প্রায় ৬৪ কিলোমিটার দীর্ঘ রুশ সৈন্য বহর রসদ, খাবার ও তেল সংকটের কারণে কিয়েভের কাছে এসে প্রায় ২দিন যাবৎ থেমে থাকায় সমালোচনার মুখোমুখি হতে হয় মস্কোকে। ধারণা করা হচ্ছে ওই সৈন্য বহর কিয়েভে পৌছলে কিয়েভ রুশ সৈন্যদের দখলে চলে আসবে। এদিকে যুদ্ধের ৮ম দিনে ইউক্রেনের বিভিন্ন জায়গায় রুশ সৈন্যদের সাথে যুদ্ধে ২২ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিবিসি। 

একটি টেলিভিশন ভাষণে পুতিন বলেছেন, নিজেদের বাঁচাতে ঢাল হিসেবে হাজার হাজার বিদেশী নাগরিকদের বন্দি করেছে ইউক্রেন। বিদেশী বন্দিদের দিয়ে তারা মানবঢাল তৈরি করেছে বলে জানান পুতিন। রাশিয়া এবং ইউক্রেন এক, এমনটি আবারো দাবি করে হুশিয়ারী দিয়েছেন ইউক্রেন-রাশিয়ার ঐক্যের মধ্যে পশ্চিমা যে শক্তিই ফাটল ধরাতে আসুক তার দাঁতভাঙ্গা জবাব দেবে মস্কো। ওদিকে ইউক্রেনের ম্যারিউপোল বন্দরে রুশ হামলার কারণে কয়েক লাখ বেসামরিক নাগরিক বিদ্যুৎ ও পানিবিহীন হয়ে পড়েছে।  গত ১ সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে ইউক্রেন থেকে পাশের দেশগুলোতে ১০ লাখের বেশি  ইউক্রেনিয়ান জীবন বাঁচাতে পালিয়ে গেছেন। 

Link copied!