ফিফা-উয়েফা থেকে রাশিয়া বহিষ্কার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২২, ০৮:৫১ এএম

ফিফা-উয়েফা থেকে রাশিয়া বহিষ্কার

সামরিক আগ্রাসনের জেরে খেলাধুলোর আঙিনাতেও কোণঠাসা হচ্ছে রাশিয়া। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ দেশটিকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ইউক্রেনে সামরিক অভিযান  চালানোর একের পর এক দেশ শুধু কূটনৈতিকভাবে রাশিয়ার উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাই নয়, বরং সমাজের সর্বস্তরেই প্রতিবাদের আওয়াজ উঠতে শুরু করেছে। বাদ পড়েনি খেলাধুলোর জগৎও। শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি রাশিয়া থেকে ইতিমধ্যেই মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রীড়ামহল।

তবে রাশিয়াকে খেলার ময়দানে সব থেকে বড় ধাক্কা দিল ফিফা ও উয়েফা। তারা অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার জাতীয় দল ও রাশিয়ান ক্লাবগুলিকে নির্বাসিত করার কথা ঘোষণা করে।

পরবর্তী নোটিশের আগে পর্যন্ত রাশিয়ার জাতীয় দল যেমন কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে না, ঠিক তেমনই উয়েফা স্বীকৃত কোনও ক্লাব টুর্নামেন্টেও মাঠে নামতে পারবে না কোনও রুশ দল।

প্রাথমিকভাবে দেশের নাম, পতাকা ও জাতীয় সঙ্গীত ছাড়া রাশিয়াকে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়ার কথা ভেবেছিল ফিফা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাসনের মতো কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। ফ্রান্স, ইংল্যান্ড, পোল্যান্ডের মতো দেশগুলির সরাসরি রাশিয়াকে বয়কটের পথে হাঁটতে চাওয়ার কথা জানিয়ে দেওয়ায় চাপ বাড়ছিল ফিফার উপর।

উল্লেখ্য, আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফাইং প্লে-অফে খেলতে নামার কথা রাশিয়ার। নিষেধাজ্ঞা না উঠলে সেই ম্যাচে মাঠে নামতে পারবে না রাশিয়া। সুতরাং, তাদের সামনে বন্ধ হয়ে যাবে বিশ্বকাপের দরজা।

Link copied!