রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জোটগতভাবে আরও কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ইউরোপের প্রভাবশালী দেশগুলো নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি ইউরোপের উদ্দেশ্যে রাজধানী ওয়াশিংটন ছাড়বেন।
বিশ্লেষকরা বলছেন, দায়িত্ব নেবার পর ইউরোপে বাইডেনের এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেন ইস্যুতে শান্তিরক্ষায় সবথেকে বড় হুমকিতে রয়েছে গোটা ইউরোপ। প্রতিপক্ষ রাশিয়া হওয়ায়, ইউরোপের নিরাপত্তা দিতে গিয়ে রুশ সৈন্যদের বিরুদ্ধে ন্যাটোর যেকোন সামরিক পদক্ষেপ বিশ্বকে পারমানুবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তাই বাইডেনের এ ইউরোপ সফরে খুব একটা সাফল্য আসবে না বলে জানিয়েছেন ইউরোপের বেশ কিছু কূটনৈতিক। তারা বলেছেন, বরাবরই দেখা যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে বড় কোন ধরণের পদক্ষেপ কেউই নিতে সাহস পাচ্ছে না।
এ সফরে, নতুন পদক্ষেপের মধ্যে রাশিয়ার বাণিজ্যখাতে অবরোধ এবং রাশিয়া থেকে জ্বালানী আমদানী কমিয়ে দিতে সিদ্ধান্ত হতে পারে। এছাড়া ইউক্রেনকে সহায়তায় দেশটিকে নতুন করে অস্ত্র ও অর্থ সহায়তার পাশাপাশি আর কি কি পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে পশ্চিমারা ভাবছেন বলে খবর দিয়েছে সিএনএন।
সিএনএন বলছে, যুক্তরাষ্ট্র ন্যাটোর সৈন্যদের সঙ্গে ইউরোপে আরও মার্কিন সৈন্য মোতায়েন করতে পারে- এমন একটি বিষয় আলোচনা রয়েছে। ব্রাসেলসে ন্যাটোর সদস্যদের সাথে বৈঠকের পাশাপাশি ইউরোপিয় কাউন্সিলের সদস্যদের সঙ্গেও বিশেষ একটি সেশন যোগ দেওয়ার কথা রয়েছে বাইডেনের। শুক্রবার ইউরোপের পশ্চিমাঞ্চলীয় দেশ পোল্যান্ড সফরেও যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।