রাশিয়া যতই হামলা করুক, দেশ ছেড়ে চলে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার এক নম্বর টার্গেট তিনি ও দুই নম্বর টার্গেট তার পরিবার। সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
আজ শুক্রবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “আমাকে তাদের টার্গেটগুলোর মধ্যে এক নম্বরে রেখেছে শত্রুরা, দুই নম্বরে আমার পরিবার। তারা রাষ্ট্রপ্রধানকে শেষ করে ইউক্রেনকে রাজনৈতিকভাবে নিঃশেষ করতে চায়। আমি রাজধানীতেই থাকব। আমার পরিবারও ইউক্রেনেই থাকবে।”
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে অভিযান চালানোর নির্দেশ দেন। এরপর দেশটিতে স্থল, নৌ ও আকাশপথে সর্বাত্মক হামলা শুরু করেছেন রুশ সেনারা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশে এত বড় হামলা এই প্রথম। ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার মুখে ইউক্রেনের বড় শহরগুলো থেকে এরই মধ্যে প্রায় ১ লাখ মানুষ পালিয়েছেন। জেলেনস্কি বলেন, রুশ সেনাদের হামলায় প্রথম দিন তাঁর দেশের ১৩৭ জন সেনাসদস্য ও বেসামরিক লোক নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার লক্ষ্য হচ্ছে কিয়েভ দখল ও দেশটির সরকারকে উৎখাত করা। পুতিন এই সরকারকে যুক্তরাষ্ট্রের পুতুল সরকার মনে করে।