রুশ আগ্রাসনে ঘর ছাড়া ইউক্রেনের এক কোটি মানুষ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২২, ১১:৪১ পিএম

রুশ আগ্রাসনে  ঘর ছাড়া ইউক্রেনের এক কোটি মানুষ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারনে গতকাল শনিবার পর্যন্ত দেশটির এক কোটি মানুষ গৃহহীন বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর। স্থানীয় সময় রবিবার সংস্থাটির হাইকমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ তথ্য জানান।

ইউএনএইচসিআর’র হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি টুইটারে লেখেন, ধ্বংসাত্মক ইউক্রেনের যুদ্ধে এক কোটি মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। তাদের মধ্যে কেউ দেশের ভেতরে বাস্তুচ্যুত হয়েছেন অথবা কেউ আবার অন্য দেশে শরণার্থী হিসেবে গিয়েছেন।

তিনি বলেন, বিশ্বের সর্বত্র যারা যুদ্ধ পরিচালনা করে তাদের দায়িত্বের মধ্যে পড়ে এসব বেসামরিক মানুষ, যারা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী,গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে প্রায় ৩৪ লাখ শরণার্থী ইউক্রেন ছেড়েছেন। তাদের মধ্যে প্রতিবেশী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। রোমানিয়া আশ্রয় দিয়েছে ৫ লাখ ৩০ হাজারের কাছাকাছি শরণার্থী। এ ছাড়া মোলদোভায় ৩ লাখ ৬২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ২৫ তম দিন রবিবার রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

যুদ্ধে গতকাল শনিবার পর্যন্ত ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৪ হাজার ৪০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে ইউক্রেনের এই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৮৪৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

Link copied!