ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৪:৪৭ পিএম
শুক্রবার চেরনোবিল পারমাণবিক শক্তি কেন্দ্র দখল করে নেওয়ার মাধ্যমে ইউক্রেন দখলের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে রাশিয়া। ইউক্রেন সরকারের ঘনিষ্ঠ এক সূত্রে খবর পাওয়া গেছে, রাশিয়া যে আগামী ৯৬ ঘন্টার মধ্যে কিয়েভকে ঘিরে ফেলবে- এ ব্যাপারে তারা একমত। তবে তাদের বিশ্বাস, এখনই সরকারের পতন হবে না।
ডেইলি মেইল সূত্র আরও জানিয়েছে, মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, কিয়েভকে চারদিক থেকে ঘিরে ইউক্রেনীয় সৈন্যদের হয় আত্মসমর্পণ কিংবা নিশ্চিহ্নের পথে যেতে বাধ্য করবেন পুতিন। ফলে ইউক্রেনের পতন হতে এক সপ্তাহের বেশি লাগবে না।
যুক্তরাষ্ট্রের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা নিউজউইক ম্যাগাজিনকে বলেছেন, "বিমান ও আর্টিলারি হামলা শেষ হওয়ার পরেই স্থলপথে আসল যুদ্ধ শুরু হবে। আমার মনে হয়, দ্রুতই কিয়েভের পতন ঘটবে। ইউক্রেনের সেনাবাহিনী হয়তো একটু বেশিদিন লড়াই করতে পারবে, কিন্তু শেষ অবধি তারা টিকতে পারবে না।"