জানুয়ারি ২৫, ২০২৩, ০১:৫৫ এএম
ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে সফিকুর রহমান পলাশকে সভাপতি ও শেখ শাহজালাল হোসেন সুজনকে সাধারণ সম্পাদক করে খুলনা মহানগর শাখা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, একই সম্মেলনে খুলনা জেলা শাখা যুবলীগের সভাপতি পদে চৌধুরী মো. রায়হান ফরিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার. মো. মাহফুজুর রহমান সোহাগ দায়িত্ব পেয়েছেন।
বামে খুলনা মহানগর যুবলীহ সভাপতি সফিকুর রহমান পলাশ এবং ডানে সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে তাদের নাম ঘোষণা করা হয়।
নগরীর শিববাড়ী মোড়ে ভেঙ্গে ফেলা পাবলিক হল (সাবেক জিয়া হল) চত্বরে খুলনা মহানগর ও জেলা শাখা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। প্রধান বক্তা যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান (নিখিল)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় ইউনাইটেড ক্লাবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
বামে জেলা সভাপতি চৌধুরী মো. রায়হান ফরিদ েএবং ডানে ইঞ্জিনিয়ার. মো. মাহফুজুর রহমান সোহাগ। ছবি: সংগৃহীত
এ সময় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, মুজিবর রহমান চৌধুরী নিক্সন এমপি, রফিকুল ইসলাম রফিক, মৃণাল কান্তি জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল আহসান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নবীরুজ্জামান বাবু উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, খুলনা মহানগর ও জেলা শাখা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালের ৬ মে । ওই সম্মেলনে আনিসুর রহমানকে মহানগরের সভাপতি করা হয়। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আলী আকবর। অন্যদিকে জেলা যুবলীগের সভাপতি হন মো. কামরুজ্জামান জামাল আর সাধারণ সম্পাদক হন মো. আক্তারুজ্জামান।
কামরুজ্জামান বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদে আছেন। আর আক্তারুজ্জামান আছেন সদস্য হিসেবে। পরবর্তীতে ২০০৮ সালে ও ২০১৯ সালে মহানগর শাখা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলেও দীর্ঘ ২০ বছর ধরে জেলা যুবলীগের কোনো কমিটি গঠিত হয়নি।