জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনার মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০২:০০ এএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনার মৃত্যু

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোর মনুস্কোতে সার্জেন্ট মো. মামুনুর রশিদ নামে এক বাংলাদেশি সেনার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, বৃহস্পতিবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গো প্রজাতন্ত্রে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মো. মামুনুর রশিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৬ মিনিটে মারা যান। তার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীর ভাটি কামারী গ্রামে।

মামুনুর রশিদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে বলেও  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ১১ অক্টোবর তিনি বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্টের সদস্য হিসেবে কঙ্গো গমন করেছিলেন।এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালীন ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্য মৃত্যুবরণ করেন ও ২৩২ জন সেনা সদস্য আহত হন। 

Link copied!