গাজীপুর মহানগর শাখা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম আটক হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে রটেছে। তবে তিনি আটক হননি বলে দ্য রিপোর্ট ডট লাইভকে নিজেই নিশ্চিত করেছেন।
রবিবার (২১ নভেম্বর) রাত পৌনে ১১টা এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাজীপুরের নিজ বাসাতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন।
গাজীপুর সিটির এই মেয়র দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “আমি আটক হইনি, এটা পুরোপুরি একটা গুজব। এই গুজবই আমার কাল হইছে। এই গুজবই আমারে খাইলো। আমি বাসাতেই অবস্থান করছি।”
রবিবার সন্ধ্যার দিকে ফেসবুকসহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বেশ কয়েকটি গণমাধ্যমে ব্রেকিং নিউজ আসতে থাকে মেয়র জাহাঙ্গীর আটক হয়েছেন। তবে অল্প সময় পরই ওই ব্রেকিং নিউজ সরিয়ে নেয় গণমাধ্যম কর্তৃপক্ষগুলো।
প্রসঙ্গত,গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের গোপনে ধারণ করা একটি ভিডিও কিছু দিন আগে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গাজীপুর জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন। এরপর মেয়র জাহাঙ্গীরকে শোকজ করে আওয়ামী লীগ।
তবে শনিবার (২০ নভেম্বর) নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে মেয়র জাহাঙ্গীর বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে আমার বিষয়ে ভুল বোঝানো হয়েছে।”
মেয়র দাবি করেন, দুই মাস ধরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। তবে তাকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।
গত ১৯ নভেম্বর মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করেন।