হাফ ভাড়া দিতে চাওয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির প্রতিবাদ ও বিচার এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার দাবীকে এবার উত্তাল রাজধানীর বকশিবাজার। সেখানে সড়ক অবরোধ করে আন্দোলন গড়ে তুলেছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা।
রবিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন তারা।
এ সময় বকশিবাজার মোড়ের আশপাশের সব রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস না মিলবে, ততক্ষণ তাঁরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের একটি প্রতিনিধি দল বকশিবাজার মোড় থেকে অবরোধ তুলে কলেজ মোড়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে, তা নাকচ করে দেন আন্দোলনকারীরা।
এর আগে, শনিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করেন, “হাফ ভাড়া দেয়ায় বাসের চালক ও হেলপার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন।”
তিনি আরও জানান, তিনি কলেজে যাওয়ার উদ্দেশ্যে শনির আখড়া থেকে ঠিকানা পরিবহনের বাসে উঠে। সেখান থেকে তার কলেজের ভাড়া ১০টাকা। কিন্তু তার কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি নিজেকে স্টুডেন্ট বলে ১০ টাকা ফেরত চাইলে বাসের হেলপার তার সাথে খারাপ ভাষায় কথা বলেন। নামার সময় সেই হেলপার তাকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের হুমকি দেন। যা প্রকাশযোগ্য নয়।”
তিনি বলেন, “বাসটি চলন্ত অবস্থায় থাকায় বাসটির নম্বর মনে রাখতে পারিনি।”
তিনি আরও জানান, প্রতিদিন তাদের এমন ভোগান্তিতে পড়তে হয় এবং বাসগুলো তাদের তুলতে চায় না।