জেলা কমিটি থেকেও মুরাদকে অব্যাহতি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২১, ০৫:৫০ পিএম

জেলা কমিটি থেকেও মুরাদকে অব্যাহতি

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসানকে জেলা কমিটির পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়ছে। এক জরুরি সভায় জামালপুর জেলা আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিয়েছে। জেলা কমিটিতে ডা. মুরাদ স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের ওই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট বাকি বিল্লাহ বলেন, জেলা আওয়ামী লীগের সভায় কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কমিটির সবার মতামতের ভিত্তিতে ডা. মুরাদ হাসানকে স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী এক ভিডিও বার্তায় জানান, ডা. মুরাদ হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা দেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের আহত করেছে। এমনকি দেশের সুধীসমাজ আহত হয়েছে। সেজন্য আমরা জামালপুরবাসী লজ্জিত, জামালপুরবাসী দেশবাসীর কাছে লজ্জিত। এ কর্মকাণ্ডের জন্য তাকে ধিক্কার জানাই।

জাইমাকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং ফোনালাপ ফাঁসের ঘটনায় চরম বিতর্কের মুখে পড়েন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। নারী অধিকারকর্মীসহ রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রীর প্রতি। কোনো কোনো বিবৃতিতে প্রতিমন্ত্রীর পদত্যাগও চাওয়া হয়। শেষ পর্যন্ত বিষয়টি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহিত হওয়ার পর তাকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে  নির্দেশ পেয়ে মঙ্গলবার দুপুরে ইমেইলে পদত্যাগ পত্র পাঠান মুরাদ হাসান।

Link copied!