দেশ বেচে ক্ষমতায় আসব না: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৬, ২০২১, ০২:০০ পিএম

দেশ বেচে ক্ষমতায় আসব না: প্রধানমন্ত্রী

দেশ বিক্রি করে ক্ষমতায় আসতে চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় ২০০১ সালে ক্ষমতায় আসতে পারেননি বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে্য আয়োজিত এক আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সেসময় বৃহৎ দুটি দেশের চাহিদা পূরণ করতে পারিনি বলেই ২০০১ সালে আমাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। আমি বলেছিলাম, দেশের ৫০ বছরের চাহিদা পূরণ করে তারপর বিক্রি করব। তাছাড়া দেশের সম্পদ আমি বেচতে পারি না। এ কথা আমেরিকা আর পার্শ্ববর্তী দেশ ভারতের পছন্দ না হওয়ায় আমাকে ক্ষমতায় আসতে দেয়নি। কিন্তু দেশ বেচে তো আমি ক্ষমতায় আসব না, এটা হলো বাস্তবতা’।

এসময় সঠিকভাবে ‍কৃষিপণ্যের বাজারজাতকরণের দিকে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, কৃষি খাতে দেশে যে উন্নয়ন হয়েছে, তা কৃষিবিদদেরই অবদান। তিনি আরো বলেন, কৃষিতে গবেষণার ফলে এখন বছরের ১২ মাসই বিভিন্ন দেশি-বিদেশি ফল, তরি-তরকারি উৎপাদিত হচ্ছে। অনেক বিদেশি ফল এখন দেশেই পাওয়া যাচ্ছে, এটাও কৃষিবিদদেরই অবদান। এ ক্ষেত্রে যতদূর সম্ভব আমরা সহযোগিতা দিচ্ছি’।

১৯৯৬ সাল থেকে কৃষি খাতের জন্য নেওয়া আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল এখন বাংলাদেশ পাচ্ছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের প্রাকৃতিক সম্পদ গ্যাস বেচতে রাজি না হওয়ায় ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি’।  

তিনি বলেন, ‘আমাদের সরকার গৃহীত কৃষিবান্ধব নীতি ও কার্যক্রমে দানাদার খাদ্য, মাছ, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ এবং দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে।

Link copied!