নারী কর্মকর্তাকে ‘থাপ্পড় দিয়ে পাবনাছাড়া’ করার হুমকি এমপির

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২২, ০৯:১৬ পিএম

নারী কর্মকর্তাকে ‘থাপ্পড় দিয়ে পাবনাছাড়া’ করার হুমকি এমপির

পাবনায় জেলা মহিলাবিষয়ক  অফিস আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে ‘দাওয়াত দিতে দেরি হওয়ায়’ স্থানীয় এক নারী সংসদ সদস্যের বিরুদ্ধে নারী কর্মকর্তাকে ‘থাপ্পড়’ দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় ওই সংসদ সদস্য।

মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অয়োজিত ওই আলোচনা সভার শুভেচ্ছা বক্তব্যে জেলার সব কর্মকর্তা, সাংবাদিক ও নারী নেত্রীদের সামনে জেলা মহিলাবিষয়ক অফিসের উপ-পরিচালক কানিজ আইরিন জাহান পাবনা-সিরাজগঞ্জ আসনের নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির বিরুদ্ধে অভিযোগ করেন। এছাড়াও তিনি মাত্র ১০ মিনিটে তাকে পাবনা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।

গত সোমবার এমপি ও মহিলাবিষয়ক কর্মকর্তার মোবাইলে কথপোকথনের অডিও ফেসবুকে ভাইরাল হলে গোটা শহরে চাঞ্চল্যের সৃষ্টি করে।

কানিজ আইরিন অভিযোগ করে বলেন, নারী দিবস উপলক্ষে মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলিকে প্রধান অতিথি করা হয়েছিল। দাপ্তরিক ব্যস্ততার কারণে আমন্ত্রণপত্র দিতে একটু দেরি হয়।

‘সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন চিঠি কেন পাননি’ জানতে চেয়ে সোমবার সকাল ১১টায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা আমাকে ফোন করে চিঠি দেওয়া হয়নি কেন তা জানতে চান। আমি তাকে চিঠি পাঠানো হচ্ছে জানাই। এ সময় সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি ফোন নিয়ে আমাকে গালিগালাজ করতে শুরু করেন। একপর্যায়ে, আমাকে ‘থাপ্পড় দিয়ে পাবনাছাড়া করবেন’ বলে ধমক দেন। আমাকে দুর্নীতিবাজ বলে গালি দিয়ে ১০ মিনিটের মধ্যে পাবনা থেকে তাড়াতে পারেন।’

নারী সংসদ সদস্যের প্রতিবাদ

এদিকে, হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। এ ঘটনাকে মিথ্যা ও বানোয়াট বলেও তিনি জানান।

মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পাবনা-সিরাজগঞ্জ আসনের এই নারী সংসদ সদস্য বলেন, “তার মোবাইল থেকে কাউকে কল করা হয়নি। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।” তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ বিকৃতি করা হয়েছে বলেও  তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে নাদিরা ইয়াসমিন জলি আরও বলেন, ‘তিনি নিজে মহিলাবিষয়ক কর্মকর্তাকে দুইবার ফোন দিয়েছেন; তিনি ধরেননি। তাই থাপ্পড় দেওয়ার কথ্যা মিথ্যা ও উদ্দেশ্যেপ্রণোদিত। এই নারী কর্মকর্তা একজন ঘুষখোর ও দুর্নীতিবাজ। তার নানা অপকর্মের কারণে প্রধানমন্ত্রীর গৃহীত কার্যক্রম সফল হচ্ছে না।

তিনি মহিলাবিষয়ক কর্মকর্তাকে দুর্নীতিবাজ উল্লেখ করে বলেন, ‘মহিলা এমপি হওয়া সত্ত্বেও নারী দিবসের অনুষ্ঠানে মহিলাবিষয়ক কর্মকর্তা আমাকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন মনে করেননি। নারী সমাজের প্রতিনিধিকে অপমান, অবজ্ঞা, তাচ্ছিল্য করে তিনি সমগ্র নারী জাতির অবমাননা করেছেন।’

এ বিষয়ে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) মোখলেসুর রহমান স্থানীয় সাংবাদিকদের বলেন, “মহিলাবিষয়ক কর্মকর্তা সভায় মৌখিকভাবে অভিযোগ করেছেন। এ ব্যপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।”

Link copied!