পত্রিকা কার্যালয়ে হামলা: আজমেরী ওসমানের ৮ সহযোগী রিমান্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৮:৪৮ পিএম

পত্রিকা কার্যালয়ে হামলা: আজমেরী ওসমানের ৮ সহযোগী রিমান্ডে

ত্বকী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা কার্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনায় করা মামলায় আজমেরী ওসমানের আট সহযোগীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসীন শুনানি শেষে এ আদেশ দেন।

যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে, তারা হলেন শ্যামল সাহা লক্ষণ, কৃষ্ণা ওরফে কৃষ পাল, মো. নাসির হোসেন, মো. ইব্রাহিম, লিটন দাস, মো. ফয়সাল, মো. হাসিব ও বিল্লাল হোসেন। আজ বাদীপক্ষে ছিলেন আইনজীবী শরীফুল ইসলাম, আবু আল ইউসুফ খান ও আজিজ আল মামুন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, পত্রিকা কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার আটজনকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা–পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় পত্রিকা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আজমেরী ওসমানের ১৯ সহযোগীর নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আহমেদ। মামলার পর পুলিশ আল্লামা ইকবাল রোডসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আটজনকে গ্রেপ্তার করে।

Link copied!