ফের পেছাল পাপিয়া দম্পতির চার্জ গঠনের শুনানি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৮, ২০২১, ০৯:১৫ পিএম

ফের পেছাল পাপিয়া দম্পতির চার্জ গঠনের শুনানি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুনীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে শুনানি আবারও পিছিয়েছে।

মামলার চার্জ গঠনের শুনানির দিন আগামী ৩০ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। সোমবার (৮ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন নতুন এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে,দুদকের দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে তাদের আইনজীবীর মাধ্যমে শুনানির জন্য সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আল-আমিন তালুকদার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

গত বছর ৪ আগস্ট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে রুম-নাইট, খাবার, মদ, স্পা, লন্ড্রি, মিনি বার ফুড, মিনি বার বাবদ ৩ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬১ টাকার বিল ক্যাশে পরিশোধ করেন পাপিয়া।হোটেলে থাকা অবস্থায় প্রায় ৪০ লাখ টাকার কেনাকাটা করেন তিনি। এসব অর্থের কোনো বৈধ উৎস দেখাতে পারেননি পাপিয়া দম্পতি।

আসামিদের বিরুদ্ধে চলতি বছরের গত মার্চে আদালতে চার্জশিট দাখিল করা করার পর গত ৬ অক্টোবর চার্জশিট আমলে নেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ। ওইদিন মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক করে মামলাটি বিশেষ জজ আদালত-৩ এ বদলির আদেশ দেন তিনি।

Link copied!