চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রবিবার (২৬ ডিসেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এ ধাপে ৮৩৬ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (২৬ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রে কেন্দ্রে ভোটের ফলাফল গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল ঘোষণা করবেন।
ভোট উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জামও পৌঁছে গেছে।
চতুর্থ ধাপে ৮৩৬ ইউপির মধ্যে ৩৮ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এধাপে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯৫ জন প্রার্থী। বিনা ভোটে নির্বাচিত প্রার্থীরা ছাড়া এ ধাপের ভোটের লড়াইয়ে আছেন ৪৩ হাজার ৪৩৩ জন প্রার্থী।
একইসঙ্গে তিন পৌরসভায়ও ভোটগ্রহণ করা হবে।
উল্লেখ্য, পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি এবং ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।