শীতলক্ষ্যায় লঞ্চডুবি নিয়ে যা বলল তদন্ত কমিটি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২২, ১১:৫৪ পিএম

শীতলক্ষ্যায় লঞ্চডুবি নিয়ে যা বলল তদন্ত কমিটি

নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে ডুবে যাওয়া লঞ্চের চালক ও লঞ্চকে ধাক্কা দেওয়া কার্গো জাহাজের চালক দুইজনই বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। তাদের এই বেপরোয়া গতির কারণেই কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এমনটা জানিয়েছেন, লঞ্চডুবির ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম বেপারী।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আলআমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

শামীম বেপারী সংবাদমাধ্যমকে বলেন, “আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি দু'জনই বেপরোয়া গতির চালক ছিলেন (বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন)। আমরা ঘটনা পর্যবেক্ষণ করে বিস্তারিত জানাতে পারব। আশা করি এবার আমরা জোরালো পদক্ষেপ নিতে পারব।”

প্রসঙ্গত, রবিবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মুন্সীগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চকে এম ভি রূপসী-৯ নামের কার্গো জাহাজ ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে ডুবে যায়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। অন্যদের মধ্যে তিনজন নারী, দুজন পুরুষ ও দুই শিশু রয়েছে। লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  এখনও নিখোঁজ রয়েছেন চারজন।

এদিকে, বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয় 'এর মাধ্যমে উদ্ধার করে নারায়ণগঞ্জ বন্দর থানার কাশিপুর খালের উত্তর পাড়ে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত লঞ্চটি উদ্ধার হওয়া এবং লঞ্চের ভেতরে আর কোন মৃতদেহ না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

অন্যদিকে, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় পৃথক দুটি মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার দুপুরে নৌ-থানায় একটি মামলা এবং নৌ আদালতে অপর  মামলাটি করা হয়।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌ-নিরাপত্তা উপপরিচালক বাবু লাল বৌদ্ধ বাদী হয়ে মামলা দুটি করেছেন। মামলায় আটজনকে আসামি করা হয়েছে বলেও তিনি জানান।

নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিআইডব্লিউটিএ থানায় একটি মামলা করেছে। মামলার পর লঞ্চে ধাক্কা দেওয়া কার্গো জাহাজের আটক মাস্টার-ড্রাইভার গ্রিজার ইঞ্জিনিয়ারসহ আটজনকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Link copied!