সব ধর্মের মানুষের জন্য মাদ্রাসা উন্মুক্ত করতে বললেন জাফরুল্লাহ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৭, ২০২১, ০৯:০৩ পিএম

সব ধর্মের মানুষের জন্য মাদ্রাসা উন্মুক্ত করতে বললেন জাফরুল্লাহ

সকল ধর্মের মানুষের পড়াশোনার জন্য দেশের মাদ্রাসাগুলো উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।  সমাজের চুরি, সন্ত্রাস, লুটপাট বন্ধ করতে হলে নৈতিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া কোনো উপায় নাই বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (২৭ অক্টোবর)  সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে  'নৈতিক সমাজ' নামে একটি বেসরকারি সংগঠন আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাম্প্রদায়িক হামলাকে সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যর্থতা হিসেবে মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘এই ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। এই ঘটনা ঘটার অন্যতম আরেকটি কারণ আমরা নৈতিকতা ধারণ করিনি।’

তিনি বলেন, সমাজের চুরি, সন্ত্রাস, লুটপাট বন্ধ করতে হলে নৈতিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া কোনো উপায় নেই।

সমাবেশে আয়োজক সংগঠনের সংগঠক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসা আমিন বলেন, এই সাম্প্রদায়িক হামলা পাগলদের দিয়ে চালানো হয়েছে ঠিক। কিন্তু যারা এর পেছনে আছে তারা পাগল নয়। যারা এর পেছনে আছে তারা সাম্প্রদায়িকতাকে ক্যাপিটাল হিসেবে ব্যাবহার করে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। রাজনৈতিক ফায়দা লুটতে চায়

Link copied!