সিইসি কে এম নূরুল হুদার নামে আদালত অবমাননার মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৩:৫২ পিএম

সিইসি কে এম নূরুল হুদার নামে আদালত অবমাননার মামলা

আইন অনুসারে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় ও নির্দেশনা বাস্তবায়ন না করায় প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কে এম নূরুল হুদার নামে আদালত অবমাননার মামলা করা হয়েছে।  

হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি এ আবেদন করেছেন বলে জানিয়েছেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।২০১৭ সালের প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার নেতৃত্বে ৫ জন নির্বাচন কমিশনার দায়িত্ব নেন। রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা ১০ জনের নামের তালিকা থেকে নির্বাচন কমিশন গঠন করা হয়। ৫ বছর পূর্ণ হওয়ায় ১৪ ফেব্রুয়ারী বিদায় নিচ্ছে এ কমিশন। এরইমধ্যে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করা হয়েছে।   

Link copied!