সুন্দরবনে নৌকা থেকে পানিতে বাঘের লাফিয়ে পড়ার একটি ভিডিও সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে। ওই ভিডিওটি পুরনো হলেও তারপরও অনেকে এটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ভারতের অংশের সুন্দরবনে এই ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
That tiger sized jump though. Old video of rescue & release of tiger from Sundarbans. pic.twitter.com/u6ls2NW7H3
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 17, 2022
সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের রাফ দিয়ে নৌকায় ওঠার অনেক ঘটনা ঘটেছে। তবে ওেই বনের বাঘকে নৌকা থেকে নদীতে লাফ দিয়ে পড়ার ঘটনা এই প্রথম। এই দৃশ্যই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়,নৌকা থেকে লাফ দিয়ে বাঘটি নদীতে ঝাঁপিয়ে পড়ছে এবং পরে সাঁতার কেটে চলে যায়।
উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়ার সময় বাঘটি লাফ দিয়ে নদীতে পড়ে স্বভাব সুলভ ভঙ্গিতে সাঁতার কেটে চলে যায় বলে এনডিটিভি জানিয়েছেন।
ভারতীয় বন কর্মকর্তা (আইএফএস) পারভীন কালওয়ান টুইটারে গত রবিবার ওই ভিডিও পোস্ট করেছেন। এ পর্যন্ত ভিডিওটি ৮৮ হাজার বারের বেশি দেখা হয়েছে।