শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলছিল শিক্ষার্থীদের আন্দোলন। তাও মূল দাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ। কঠোর আন্দোলন থেকে শিক্ষার্থীরা সরে এলেও দাবিতে এখনও অনড়। এ অবস্থাতে নিজ বাসভবনেই অবরুদ্ধই ছিলেন উপাচার্য। তবে ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী যাওয়ায় দীর্ঘ ২৬ দিন পর বাসভবন থেকে বেরিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাসভবনের বাইরে নিজ কার্যালয়ে এসেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে বৈঠকে যোগ দিতে নিজ কার্যালয়ে আসেন তিনি। বৈঠক শেষে একইরকম নিরাপত্তার মধ্য দিয়ে উপাচার্য অফিস ত্যাগ করে নিজ বাসভবনে ঢুকে পড়েন।
এর আগে, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে পৌঁছেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি শিক্ষার্থীদের দাবির বিষয় রাষ্ট্রপতিকে জানানোর ঘোষণা দেন। পরে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গের সঙ্গে প্রশাসনিক ভবনে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উন্নয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ হন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করে বাসভবনে পৌঁছে দেয় পুলিশ। এরপর থেকে উপাচার্য আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের নিজ বাসভবনে অবস্থান করছেন। একবারের জন্যও বের হতে দেখা যায়নি।