‘নব্বইয়ের আন্দোলনের সময়ই এরশাদের ফাঁসি হওয়ার কথা’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২১, ০৪:২২ পিএম

‘নব্বইয়ের আন্দোলনের সময়ই এরশাদের ফাঁসি হওয়ার কথা’

১৯৯০ সালে আন্দোলনের সময়ই হুসেইন মুহম্মদ এরশাদের ফাঁসি হওয়ার কথা, মৃত্যুদণ্ড হওয়ার কথা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার(১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে শহীদ জেহাদ দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের আহ্বয়াক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১৯৯০ সালের ১০ অক্টোবরের স্মৃতিচারণ করে রুহুল কবির রিজভী বলেন, ‘১০ আক্টোবর আমরা যখন রাজশহী বিশ্ববিদ্যালয়ে শুনলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার আমাদের ছাত্রদলের এক নেতা পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সারা বাংলাদেশের রাজপথ উত্তাল সমুদ্রের মতো ধেয়ে আসলো। সেদিনই হুসাইন মুহাম্মদ এরশাদ বার্তা পেয়ে গেলেন এবার আর কোনোভাবে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। বন্ধুরা এই হুসাইন মুহাম্মদ এরশাদের তো ফাঁসি হওয়ার কথা, ওর মৃত্যুদণ্ড হওয়ার কথা।’

এরশাদকে ডাকাত, দস্যু ও গণতন্ত্র হত্যাকারী আখ্যা দিয়ে বিএনপির এই সিনিয়র যুগ্মমহাসচিব আরও বলেন, বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সাত্তার ক্ষমতায় আসেন আর এরশাদ তখন বলেন সেনাবাহিনীকে অংশিদারিত্ব দিতে হবে। কত বাড় সাহস এই লোকের। তারপর রাতের অন্ধকারে রাইফেল নিয়ে জোর করে বৃদ্ধ বিচারপতিকে তিনি ক্ষমতাচ্যুত করলেন। তারপর তাকে একটি বিবৃতি দিতে বাধ্য করা হল। পরে বিচারপতি সাত্তার নিজেই বলেছেন যে তাকে বন্দুকের নল ঠেকিয়ে এ বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে। এরশাদ যে ডাকাত, এরশাদ যে দস্যু, এরশাদ যে গণতন্ত্র হত্যাকারী এটার আর কোনো প্রমাণ লাগে না।

এরশাদ অনেককে ম্যানেজ করার চেষ্টা করেছেন জানিয়ে বিএনপির  এই সিনিয়র যুগ্মমহাসচিব আরও বলেন, ‘আওয়ামীলীগকে ম্যানেজ করেছেন, জামায়াতে ইসলামীকে ম্যানেজ করেছেন, বিএনপিকে ভাগ করে হুদা-মতিন বিএনপি বানিয়েছেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে সমস্ত কিছু ভেসে গেছে।’

তিনি বলেন, 'যখন আওয়ামী লীগ ও জামায়াত নির্বাচনে যেতে রাজি হয়েছেন তখন বেগম খালেদা জিয়া হিমালয়ের মতো মাথা উঁচু করে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আগে এরশাদের পদত্যাগ তারপর নির্বাচন। কারণ স্বৈরাচারের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। স্বৈরাচার যেকোনো গলি দিয়ে ঢুকে আবার গণতন্ত্রের ঘাড় মটকে দিতে পারে।'

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও মহিয়ান। আজ তার সন্তান সেই পতাকাকে ধারণ করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। অনেক চেষ্টা করা হয়েছে বিএনপির নেতৃত্বে ফাটল ধরানোর। কিন্তু তারা তা পারেনি। এটাই আমাদের প্রেরণা। এসময় বিএনপিতে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।

Link copied!