‘বঙ্গোপসাগরে ইউরেনিয়াম পাওয়ার সম্ভাবনা আছে’

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২১, ০৬:৪৪ পিএম

‘বঙ্গোপসাগরে ইউরেনিয়াম পাওয়ার সম্ভাবনা আছে’

বঙ্গোপসাগরে ইউরেনিয়াম পাওয়ার সম্ভাবনা আছে। নবাগত গবেষকরা গবেষণা করে বের করবে, আমরা কীভাবে কাজে লাগাবো এই ইউরেনিয়াম। বুধবার (২৯ ডিসেম্বর) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম একথা বলেন।

বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি "Power, Energy and Deep Learning Applications for 4IR in Bangladesh"- সেমিনারে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “আমাদের এখন টেকসই উন্নয়ন ও ব্লু ইকোনমিতে জোর দিতে হবে।”

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু দায়িত্ব নেয়ার সময় বাংলাদেশ বিরাণভূমি ছিলো। সেখান থেকে তিনি দেশ গড়ার কাজ শুরু করেন। '৭৪ সালে মেরিটাইম এ্যাক্ট করেন। তার সেই দূরদর্শিতা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন শেখ হাসিনা।”

তিনি আরো বলেন, “মাক জাকারবার্গ, বিল গেটস টাকা নিয়ে শুরু করেননি। তারা আইডিয়া নিয়ে কাজ শুরু করেছিলেন। আইডিয়া থাকলে টাকার জন্য অভাব হয় না।”

এসময় জ্ঞানভিত্তিক ও গবেষণাধর্মী সেমিনার আয়োজন করায় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটিকে ধন্যবাদ জানান তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

Link copied!