আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে: মান্না

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০২:৩৭ এএম

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে: মান্না

‘আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে। এই অনির্বাচিত সরকার ভোট না করে আর ক্ষমতায় থাকতে পারবে না।’ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচির সমাবেশে শনিবার এ কথা বলেছেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টায় বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১৪ দফা দাবিতে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। সমাবেশ শেষে পদযাত্রা কর্মসূচিটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিল চত্বরে গিয়ে দুপুর দেড়টায় শেষ হয়।

সমাবেশে মান্না প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে। কিন্তু আওয়ামী লীগ কোন ভালো কাজটি করেছে? চালের দাম বৃদ্ধি করে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে, মানুষের জীবন ব্যবস্থা নিশ্চিত না করে, এটাকে কোন উন্নয়ন বলা যায় না।

র‌্যাবের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মান্না বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন র‌্যাব কিছুটা বাড়াবাড়ি করেছে, কিন্তু এ বাহিনী হাজারের বেশি মানুষ খুন করেছে। সেটাকে তিনি কিছুটা বাড়াবাড়ি মনে করছেন। ওরা (পররাষ্ট্রমন্ত্রী) কি মানুষ! ওদের কি মানবিকতা আছে? তিনি বলেন, আওয়ামী লীগ ভোট চোর, ওরা ডাকাত, ওরা মানুষ খুন করে, গোপনে ভোট চুরি করে। কিন্তু স্বীকার করে না, ওদের হৃদয় নাই।

যুগপৎ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ পাড়া-মহল্লায় পাহারাদার রেখেছে মন্তব্য করে মান্না বলেন, তাদেরকে পাহারাদারই থাকতে হবে, যারা পাহারাদারে আছেন তাদের প্রত্যেককেই জেলে ঢুকতে হবে।

সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগের অবস্থা আজকে এমন জায়গায় এসেছে, নির্বাচনে হিরো আলমকেও জেতাতে সাহস করে না। ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী এখন হিরো আলম। রাজনীতিতে আওয়ামী লীগ নিজেদের অবস্থা এমন জায়গায় এনেছে, হিরো আলম তাদের চ্যালেঞ্জ করছে, আর ওবায়দুল কাদেরের সেই চ্যালেঞ্জ গ্রহণের সাহস নেই।

অন্যান্যের মধ্যে সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল— জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম প্রমুখ।

Link copied!