আজ কাজে ফিরেছেন চা শ্রমিকরা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৮, ২০২২, ০৮:২২ এএম

আজ কাজে ফিরেছেন চা শ্রমিকরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত ১৭০ টাকা দৈনিক মজুরি ঘোষণার পর আন্দোলন বন্ধ করেছেন চা শ্রমিকরা। আজ রবিবার থেকে কাজে ফিরবেন তাঁরা।

চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। শ্রমিকরা এতে খুশি। এখন যেহেতু রবিবার সাপ্তাহিক বন্ধ তাই নগদ মজুরি পরিশোধে তারা কাজে যোগ দেবেন। এরই মধ্যে বাগানগুলোতে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, শনিবার গণভবনে চাবাগান মালিকদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সবদিক বিবেচনা করে দৈনিক মজুরি ১২০টাকা থেকে বাড়িয়ে ১৭০টাকা নির্ধারণ করায় আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস ও আস্থা ছিল যে, তিনি আমাদের আশাহত করবেন না। আমরা তার এই মহতী সিদ্ধান্তে সন্তুষ্ট।

দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। এরপর তারা ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ শুরু করেন।

২০ আগস্ট বৈঠকে মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হলে নেতারা আন্দোলন প্রত্যাহার করেন। তবে শ্রমিকরা এ মজুরি মানেন না জানিয়ে ফের আন্দোলনে নামেন। কয়েক দফা বৈঠকের পর শেষ পর্যন্ত ২২ আগস্ট তাদের একাংশ কাজে যোগ দিলেও ২৩ আগস্ট ফের আন্দোলন শুরু করেন। সর্বশেষ শনিবার বিকেলে গণভবনে বাগান মালিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বসে শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেন প্রধানমন্ত্রী। এতে খুশি হয়েছেন শ্রমিকরাও।

Link copied!