কঠিন সময় পার করছি, পুরো বিশ্বের অর্থনীতি আজ বিপর্যস্ত: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৮, ২০২২, ১১:১৯ পিএম

কঠিন সময় পার করছি, পুরো বিশ্বের অর্থনীতি আজ বিপর্যস্ত: প্রধানমন্ত্রী

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতিই আজ বিপর্যস্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  ‘শুধু আমাদের দেশে নয়, দুনিয়াব্যাপী মন্দা চলছে। এই অবস্থায়  দেশের অর্থনীতি ভালো অবস্থানে রাখতে সরকার চেষ্টা চালাচ্ছে।’ এসময় তিনি অপচয় কমানোর পাশাপাশি মিতব্যয়ী হওয়ারও পরামর্শ দেন।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের  জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে সরকারপ্রধান শেখ হাসিনার সভাপতিত্বে একনেক কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রেস ব্রিফিংয়ের প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এজন্য ব্যয়ের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। দেশ যেন সংকটে না পড়ে সেজন্য আপাতত বড় কোনো প্রকল্প হাতে নেওয়া হবে না।তবে ছোট উন্নয়নমুখী প্রকল্পের কাজ চলমান থাকবে।’

পরিকল্পনামন্ত্রী জানান, ডেঙ্গু থেকে আরও সচেতন থাকতে নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেছেন,  ‘আমরা করোনা আয়ত্তে এনেছি। এখন ডেঙ্গুর জন্য অনেক বেশি সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ নাগরিকদের সচেতন হতে হবে।’

উন্নয়ন প্রকল্প অনুমোদনে আরও সাবধান হওয়ার নির্দেশ দিয়ে সরকারপ্রধানৈএকনেক বৈঠকে বলেন, প্রকল্প যাচাই-বাছাইয়ে কঠোর হতে হবে। আয়েশি আইটেম বাদ দিতে হবে। এটি পরিকল্পনা কমিশন করেছে। কিন্তু আরও বাড়িয়ে যেতে হবে। তবে ছোট, গ্রামীণ এবং কল্যাণমুখী প্রকল্প বিষয়ে আপস করা যাবে না। এগুলোকে অগ্রাধিকার দিতে হবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাবাদী জমি খুঁজে বের করতে কেবিনেট সচিবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসিদের সহায়তা নিয়ে এসব অনাবাদী জমি খুঁজে বের করে আবাদযোগ্য করে তোলার নির্দেশও তিনি দেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘ফেলে রাখা যাবে না এক ইঞ্চি জমিও। বিভিন্ন ফসলের চাষাবাদ করতে হবে জমিতে।’

Link copied!