সুদিন ফেরাতে বর্তমান সরকারকে পরাজিত করতে কৃষক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের কৃষকদের কোমরটাকে ভেঙে দিয়েছে। আমাদের কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। সেচ কীভাবে দেবে, ডিজেলের দাম বেড়ে গেছে। বিদ্যুতের দাম কয়েকগুণ বেড়েছে। তাহলে কৃষক যাবে কোথায়?’
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
কৃষক দলের নেতা কর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘শিয়ালের কাছে মুরগি না দিতে চাইলে শেখ হাসিনাকে সরাতে হবে। কৃষককে জাগিয়ে তুলুন, গ্রামে-গ্রামে ছড়িয়ে পড়ুন।’
সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পরিষ্কার করে বলছি—এখুনি পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিষ্ঠার জন্য নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণের উত্তাল তরঙ্গে আপনাদের বিদায় নিতে হবে। আজকে জনগণ ফুঁসে উঠছে। এখনো সময় আছে-সেফ এক্সিট নিন, চলে যান মানে মানে।’