কোলন ক্যান্সারে আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের স্নাতক ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী সাবিকুন্নাহার সিনথিয়া মারা গেছেন।
শুক্রবার (২৯ অক্টোবর) রাত একটার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন শাবিপ্রবির বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা।
সিনথিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে গত ২৭ আগস্ট দেশের বেশকিছু গণমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়েছিল। এরপর অনেকেই সিনথিয়ার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কিন্তু সবার চেষ্টা ব্যর্থ করে সিনথিয়া চলে গেলেন না ফেরার দেশে।
সিনথিয়ার জন্য দোয়া চেয়ে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা ফেসবুকে লিখেন, 'একটু আগে সবার সকল চেষ্টা বিফল করে দিয়ে চিরবিদায় নিয়েছে সিনথিয়া। সবাই ওর জন্য দোয়া/ প্রার্থনা করবেন।'
সাবিকুন্নাহার সিনথিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।
তার এক সহপাঠী জানান, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছয়টি কেমোথেরাপির মধ্যে তিনটি কেমোথেরাপি নিয়েও শরীরের কোনো উন্নতি দেখা যায়নি সিনথিয়ার। পরবর্তীতে তাকে বাড়িতে নেওয়া হয়। শুক্রবার রাতে তার অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে সিনথিয়ার মৃত্যুতে শাবিপ্রবির বাংলা বিভাগ, তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।