অক্টোবর ২৭, ২০২২, ০৯:৫৮ এএম
গাইবান্ধা ৫ উপ নির্বাচনে অর্ধশতাধিক কেন্দ্রে ‘অনিয়মের’ ঘটনা তদন্ত শেষে প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত কমিটি। আজ বৃহস্পতিবার এটি নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হবে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে কমিটি প্রতিবেদন জমা দেবে।
জানা গেছে, তদন্ত কমিটি সংশ্লিষ্টদের জবানবন্দী ও সিসি ক্যামেরার ভিডিও ফুটেজকে ভিত্তি করে প্রতিবেদন চূড়ান্ত করেছে। এর আগে ঘটনা তদন্তে তদন্ত কমিটি গত ১৮, ১৯ ও ২০ অক্টোবর গাইবান্ধা গিয়ে তদন্ত কমিটি সংশ্লিষ্টদের সাক্ষ্যসহ তথ্য উপাত্ত সংগ্রহ করেছে।
ভোটের মাঝপথে স্থগিত হওয়া গাইবান্ধা ৫ উপ নির্বাচনের দুই সপ্তাহের মাথায় এ প্রতিবেদন পেতে যাচ্ছে সাংবিধানিক সংস্থাটি।
গত ১২ অক্টোবর গাইবান্ধা ৫ আসনের উপ-নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের মধ্যে সিসি ক্যামেরায় অনিয়মের দৃশ্য দেখে মাঝপথে ঢাকা থেকে নির্বাচন স্থগিতের নির্দেশ দেয় ইসি।
এরপর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল অনিয়মে সম্পৃক্তদের চিহ্নিত করতে তিন সদস্যের এই তদন্ত কমিটি করার ঘোষণা দেন।