ঘুষ না দেওয়ায় জমি রেজিস্ট্রি হয়নি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৫:৫২ এএম

ঘুষ না দেওয়ায় জমি রেজিস্ট্রি হয়নি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ঘুষ দিতে না পারায় জমি রেজিস্ট্রি হয়নি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের। বুধবার (২৯ সেপ্টেম্বর) যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত জনসচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, ‘‘সরকারি প্রতিষ্ঠানে লেখা থাকে ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’- একথা কেউ বিশ্বাস করলেও আমি করি না। এক সপ্তাহ আগে ছেলের নামে জমি রেজিস্ট্রি করতে ঘুষের টাকা না দেওয়ায় কাজ হয়নি। লজ্জায় তা কাউকে বলতেও পারিনি’’। তিনি আরো বলেন, এ ধরনের সাইনবোর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এমনকি কাউকে মিথ্যা তথ্য দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

দেশে জনকল্যাণে সব আইন আওয়ামী লীগের আমলেই হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাধীনতার পর জাতির পিতা দেওয়া সংবিধানে বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা ছিল। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ২০০৯ সালে তিনি জনগণকে তথ্য অধিকার আইন উপহার দেন’।

Link copied!