করোনা মহামারীর সংক্রমণ ঠেকাতে লকডাউন চলাকালে কর্মহীন ও অসহায় হয়ে পড়া হিজড়া সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। নগরের বিভিন্ন এলাকার প্রায় ৩০০ জন হিজড়ার মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
রবিবার(১৮ এপ্রিল) দুপুরে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সেসময় জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের তালিকাভূক্ত ২২০ জন হিজড়াকে ১৪ কেজি করে খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া তালিকার বাইরে আরো ৮০ জনকে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করা হয়েছে।
তিনি জানান, তালিকার বাইরে কেউ থাকলে তাদেরও ত্রাণ সহায়তার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক।
এছাড়া লকডাউনে কর্মহীন মানুষ, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।
১৪ কেজি করে দেওয়া ত্রাণের প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, মটর, সেমাই সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। সেসময় জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট ওমর ফারুকসহ জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রট ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।