জাতির সামনে এত অল্প বয়সে বেইমান হতে চাই না: নুর

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৬, ২০২৩, ০৩:৪৩ পিএম

জাতির সামনে এত অল্প বয়সে বেইমান হতে চাই না: নুর

সংগৃহীত ফাইল ছবি

শেখ হাসিনার সরকারকে ফ্যাসিবাদী সরকার আখ্যা দিয়ে গণঅধিকার পরিষদের একাংশের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি  নুরুল হক নুর বলেছেন, এই সরকারের অধীনে গণঅধিকার পরিষদ নির্বাচনে যাবে না— এটা কথা দিচ্ছি। জাতির সামনে এত অল্প বয়সে বেইমান হতে চাই না। আমরা মুখ দিয়ে কথা বলেছি— শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাব না।” 

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, “তার পরও আমাদের আশপাশের বন্ধুরা ইনিয়েবিনিয়ে আমাদের নিয়ে কথা বলতেই থাকবে। সরকার নূরকে গ্রেফতার করে না কেন? এ ধরনের কথা বলে আন্দোলনের বিভ্রান্ত করার চেষ্টা করছে।” তিনি সবাইকে এসব কথায় কান না দেওয়ার আহবান জানান।  

বিএনপির নেতৃত্বে আন্দোলনে যোগ দিবেন কিনা-সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, “আমি মনে করি, বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় থাকা দল। তারা আন্দোলনের প্রধান নেতৃত্ব দিচ্ছে। বিএনপির যারা সদস্য, তারা আমাদের থেকে অনেক বয়স বেশি। আমি বিশ্বাস করি, বিএনপি যেভাবে জেগে উঠেছে তাদের হাতে আন্দোলন সফল হবে। আর এ আন্দোলনকে সফল করার জন্য আমাদের জায়গা থেকে যা যা করা দরকার তাই করব।”

Link copied!