জাতিসংঘের তত্ত্বাবধানেই রোহিঙ্গা প্রত্যাবাসন হবে: মিশেল ব্যাচেলেট

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৬, ২০২২, ০২:৪২ পিএম

জাতিসংঘের তত্ত্বাবধানেই রোহিঙ্গা প্রত্যাবাসন হবে: মিশেল ব্যাচেলেট

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বলেছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন হলে জাতিসংঘের তত্ত্বাবধানেই হবে। এ ব্যাপারে মিয়ানমারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।’

মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে তিনি এ আশ্বাস দেন।

মিশেল ব্যাচেলেট রোহিঙ্গাদের জানান, প্রত্যাবাসন হলে অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে হবে। রাখাইনে প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির জন্য জাতিসংঘ মিয়ানমারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ সকালে রোহিঙ্গাদের শরণার্থী ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে গেছেন মিশেল ব্যাচেলেট।

এসময় তাঁর সঙ্গে আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজোয়ান হায়াত ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। কক্সবাজার সফর শেষে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

এর আগে,গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় একটি বেসরকারি বিমানের ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সন্ধ্যায় কক্সবাজারে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) কার্যালয়ে একটি বৈঠকে বসেন।

এরও আগে, সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মিশেল ব্যাচেলেট। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি সেখানে তাকে স্বাগত জানান। এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

প্রসঙ্গত, জাতিসংঘ মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেট চার দিনের সফরে গত রবিবার ঢাকায় আসেন। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম কোনো সরকারি সফর।

Link copied!