ট্রিপল মার্ডার মামলায় ৮ আসামির যাবজ্জীবন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৬, ২০২১, ০৩:২৫ পিএম

ট্রিপল মার্ডার মামলায় ৮ আসামির যাবজ্জীবন

চট্টগ্রামের হাটহাজারীতে বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আট আসামির মধ্যে তিনজনের সাজা বহাল রেখেছেন  আদালত।  

মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আশরাফ উজ জামান খান ও শিরিন আফরোজ।  অপরদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ গণমাধ্যমে জানান, চট্টগ্রামের হাটহাজারীতে ২০০৩ সালের ২৬ মে  আসামিরা প্রকাশ্য দিবালোকে তিনজনকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক আদালত ৫ জনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর মামলাটি হাইকোর্টে এলে হাইকোর্ট সবাইকে খালাস দিয়ে দেন। পরে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ওই আপিলে শুনানি নিয়ে আপিল বিভাগ আজকে (মঙ্গলবার) চুড়ান্ত রায় ঘোষণা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, হাটহাজারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় সন্ত্রাসীরা আবুল কাশেম, আবুল বশর ও বাদশা আলম নামে ৩ সহোদরকে এলোপাতারি কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই কাজি মফজল মাস্টার ওই সময় ২২ জনকে আসামি করে মামলা করেন।

Link copied!