নভেম্বর ১৮, ২০২১, ০৬:৩৭ এএম
টাঙ্গাইলে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের হামলার সমালোচনা করেছেন গণফোরাম সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ ড. কামাল হোসেন। গণ অধিকার পরিষদের নেতাদের উপর হামলাকে গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন। বুধবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. কামাল এ হামলার প্রতিবাদ জানান।
টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবরে গণ অধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘গণ অধিকার পরিষদের নেতাদের ওপর অতর্কিত হামলা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি ও অশনিসংকেত। গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনভাবে চলাফেরা ও সংগঠন করার অধিকার সংবিধান স্বীকৃত নাগরিকের মৌলিক অধিকার’।
ড. কামাল বিবৃতিতে আরো বলেন, ‘গণ অধিকার পরিষদ নেতা রেজা কিবরিয়া ও ভিপি নুরের সঙ্গে আমাদের নীতিগত পার্থক্য ও ভিন্ন মত থাকতে পারে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের ওপর এ ধরনের হামলার জন্য গণফোরাম নিন্দা জানাচ্ছে’।
হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানান ড. কামাল হোসেন।
উল্লেখ্য, বুধবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় ভাসানীর কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক এবং তার সহযোগীরা।
হামলার জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা-কর্মীদের দায়ী করেছেন তারা। আজ মাওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে কবরে এসেছিলেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা।
গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শাকিলউজ্জামান দাবি করেন, ছাত্রলীগের হামলায় গণ অধিকার পরিষদের অন্তত ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন।