পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২৩, ১১:৫৮ এএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক চলছে

দুই সপ্তাহের সফরে বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৬ সদস্যের ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন সোমবার (১০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে। দলটি মূলত নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে বাংলাদেশে এসেছে।
আজ সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
ইউরোপীয় ইউনিয়নের ‍‍`নির্বাচনী পরিবেশ মূল্যায়ন‍‍` দলের  ২ সপ্তাহের সফরের আজ তৃতীয় দিন। এ ছাড়াও এই প্রতিনিধিদলের মানবাধিকার কমিশনের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

Link copied!