সরকারের কঠোর বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিন সকাল থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে ঘরমুখী মানুষের ভিড় ছিল। আজ শুক্রবার (১৬ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।
আগামী ২১ জুলাই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক মানুষ গ্রামের বাড়িতে যাচ্ছে। ঢাকা থেকে পাটুরিয়া ও আরিচা ঘাট হয়ে তারা বাড়িতে যাচ্ছে। এ কারণে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে ফেরি চলাচল করায় এসব যাত্রীকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পাড়ি দিতে খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি। তবে দীর্ঘ সময় ঘাট এলাকায় আটকে থেকে পণ্যবাহী শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক জামিউল হক গণমাধ্যমকে বলেন,‘গতকাল বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালু হয়েছে। এতে পাটুরিয়ায় যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। তবে গতকালের চেয়ে আজ যাত্রী ও যানবাহনের চাপ ছিল বেশি। দুপুর ১২টা পর্যন্ত পাটুরিয়া প্রান্তে অর্ধশত যাত্রীবাহী বাস ও অর্ধশত ব্যক্তিগত গাড়ি পারের অপেক্ষায় আছে। এ ছাড়া দুই শতাধিক পণ্যবাহী গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।’
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল গণমাধ্যমকে বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পারাপার নির্বিঘ্ন করতে আগামীকাল একটি ফেরি বাড়ানো হবে।’