পি কে হালদারের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোন যোগাযোগ হয়নি: দুদক

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৯, ২০২২, ০৯:০৯ পিএম

পি কে হালদারের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোন যোগাযোগ হয়নি: দুদক

ভারতে গ্রেপ্তার দেশের শীর্ষস্থানীয় অর্থ পাচারকারী প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোন ধরণের যোগাযোগ হয়নি বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের ভারপ্রাপ্ত সচিব ও মহাপরিচালক সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।

ভারতের গোয়েন্দা সংস্থা ইডি সেখানকার গণমাধ্যমকে বলেছে, দুদকের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা নয়টি জায়গায় অভিযান চালিয়ে পি কে হালদারকে গ্রেপ্তার করেছে। সাঈদ মাহবুব খান বলেন, ইডি কেন সেটা বলেছে, সেটা ইডিকে জিজ্ঞেস করতে হবে।

সাঈদ মাহবুব খান জানান, পি কে হালদারকে ফিরিয়ে আনার বিষয়ে বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় জরুরি সভা হয়। সেখানে আইন, পররাষ্ট্র, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট, ইন্টারপোল ও দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আসামি প্রত্যর্পণ এবং প্রত্যাবাসনের যে আইন রয়েছে, সেগুলোর ব্যবহার করে কীভাবে তাঁকে (পি কে হালদার) দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

 

দুদকের মহাপরিচালক বলেন, ‘ভারত থেকে পি কে হালদারকে ফিরিয়ে আনার জন্য আমাদের যেসব প্রমাণ, ডকুমেন্ট প্রদর্শনের দরকার আছে সেগুলো সংগ্রহ এবং কমপাইলেশনের (সংকলনের) সিদ্ধান্ত হয় এবং সহসা আমরা এটা শেষ করব। এ ছাড়া কূটনৈতিক চ্যানেলসহ অন্যান্য চ্যানেল ব্যবহার করে তাঁকে ফিরিয়ে আনার পদক্ষেপ নেব। এটা দুদকের একার কাজ নয়। আশা করি, সবার সমন্বিত প্রয়াসের মাধ্যমে নিশ্চয়ই আমরা সফলকাম হব।’

 

Link copied!