বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলনে, মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৪:১৯ পিএম

বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলনে, মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি: প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বেই ভাষা আন্দোলনে, মুক্তিযুদ্ধে জয়লাভ হয়েছে বলে মন্তব্য করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মতো পৃথিবীর আর কোনো দেশের সংস্কৃতির  ওপর আঘাত হয়নি বলেও তিনি জানান।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত একুশে পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বেই আমরা ভাষা আন্দোলনে,মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি। ভাষা আন্দোলন সম্পর্কে বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের এ আন্দোলন ছিল সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলন।”

একটা সময় আমাদের দেশে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছিল-উল্লেখ করে সরকারপ্রধান বলেন, “এমনকি শেখ মুজিবের নাম মুছে ফেলা হয়েছিল। সেসময় অনেকে বলেছেন, শেখ মুজিব তো আন্দোলন করেননি, জেলে ছিলেন। কিন্তু তিনি তো ভাষা আন্দোলনের জন্যই কারাবরণ করেছেন।”

পাকিস্তানিরা বারবার বাংলার ওপর আঘাত হেনেছে-মন্তব্য করে সরকারপ্রধান বলেন, “ পৃথিবীর কোনো দেশে এতোবার সংস্কৃতির ওপর আঘাত আসেনি।”

তিনি বলেন, “১৯৪৭ সালে পাকিস্তান নামে একটি দেশের সৃষ্টি হয়, যারা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। একসময় তারা আমাদের সংস্কৃতিতে আঘাত হানে। আমাদের ওপর উর্দু ভাষা চাপিয়ে দেয়। করাচিতে এক আলোচনায় তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের দেশে প্রবল আন্দোলন শুরু হয়।

একুশে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, “এমন আরও অনেকেই আছেন, যাদের নাম আমরা জানি না। তাদের অবদানকে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি। আমাদের নতুন প্রজন্ম যেন তাদের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যায়। ”

এর আগে,নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘একুশে পদক-২০২৩’ দেয়া হয়।

Link copied!