বাংলাদেশে নয়া মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২১, ১২:১২ পিএম

বাংলাদেশে নয়া মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসকে চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। মার্কিন সিনেট স্থানীয় সময় ১৮ ডিসেম্বর কণ্ঠভোটে পিটার ডি হাসের মনোনয়ন চূড়ান্ত অনুমোদন দেয়।

মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন তিনি। আর্ল মিলার রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হন। এখন তার স্থলাভিষিক্ত হবেন পিটার ডি হাস।

এর আগে, পিটার ডি হাসকে চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

পিটার ডি হাসকে দেওয়া বাইডেনের এই মনোনয়ন চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে গত অক্টোবরে মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে শুনানি অনুষ্ঠিত হয়।

মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি একজন পেশাদার কূটনীতিক।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

Link copied!