বাংলালিংকের ৪ কর্মকর্তার বিরুদ্ধে চার্জ গঠন শুনানির দিন ধার্য

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ০২:১৫ পিএম

বাংলালিংকের ৪ কর্মকর্তার বিরুদ্ধে চার্জ গঠন শুনানির দিন ধার্য

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ এনে জনপ্রিয় ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমসের দায়ের করা মামলায় বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অ্যাসসহ শীর্ষ স্থানীয় ৪ কর্মকর্তার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হবে আগামী ৩ ফেব্রুয়ারি।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই তারিখ নির্ধারণ করেন।

অভিযুক্ত বাকি ৪ জন হলেন—চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং হেড অব ভ্যাস অনিক ধর।

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ এনে গত বছরের ১০ নভেম্বর জেমস আদালতে হাজির হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই দিন আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছিলেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, বাংলালিংক অনুমতি ছাড়াই কলার টিউন, ওয়েলকাম টিউন ও বিজ্ঞাপনে জেমসের অনেক গান ব্যবহার করেছে।

Link copied!