বাসচাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর, খাদে পড়ে আহত ৩০ যাত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২২, ১১:০৭ পিএম

বাসচাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর, খাদে পড়ে আহত ৩০ যাত্রী

যশোরে যাত্রীবাহী বাসের চাপায় ইয়াকুব আলী (৫২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তাকে ধাক্কা দেওয়ার পর বাসটি খাদে পড়ে গেলে অন্তত ৩০ বাসযাত্রী আহত হন।

রবিবার (২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী সদর উপজেলার জোত রহিমপুর গ্রামের হেরমত আলীর ছেলে। আহতদের মধ্যে সুমনা রানী (৪০), ফাল্গুনী ঘোষ (২২) ও অনুপমা ঘোষের (২২) অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে ইয়াকুব আলী বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে মনোহরপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি লোকাল বাস মাগুরার দিকে যাচ্ছিল। ইয়াকুব আলী সংযোগ সড়ক থেকে যশোর-মাগুরা মহাসড়কে উঠলে তাকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইয়াকুব আলী মারা যান। বাসের অন্তত  ৩০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনোহরপুর বাজারে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। গুরুতর আহত যাত্রীদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Link copied!