বাড়ির উঠানে সেনা কর্মকর্তা হাবিবুরের দাফন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২২, ১০:২২ পিএম

বাড়ির উঠানে সেনা কর্মকর্তা হাবিবুরের দাফন

বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে পটুয়াখালীর নিজবাড়ির উঠানে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের যুবক হাউসিং বালুর মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে নিজবাড়ির উঠানে দাফন করা হয়। জানাজার সময় সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে নিহতের মরদেহ পটুয়াখালী স্টেডিয়ামে পৌঁছায়। পরে মরদেহ বাড়িতে নিয়ে গেলে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

মৃত্যুকালে সেনা কর্মকর্তা হাবিবুর রহমান (৫২) বাবা-মা, স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছোট ছেলেও সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত আছেন। নিহত সেনা কর্মকর্তা হাবিবুর দীর্ঘ ২৮ বছর ৬ মাস সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার রাতে বান্দরবানের রুমা জোনের একটি টহল দলের সঙ্গে জনসংহতি সমিতির (জেএসএস) মূল দলের সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ও জেএসএসের তিনজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হন। এ ছাড়া একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

Link copied!